Ubuntu:Karmic bn

From

Jump to: navigation, search
Kubuntu?
আপনি কি কেডিইভিত্তিক কুবুন্টু ব্যবহার করছেন ?
সঠিক জায়গায় যান
KubuntuGuide.Org
Placing Requests
আপনি আপনার অনুরোধ
অনুরোধ সেকশনে জানাতে পারেন

Image:Ubuntuguide_logo.png

উবুন্টু ৯.০৪ (জন্টি জ্যাকালোপ)

এই গাইডটি শুরু ও তত্ত্বাবধান করছেন হাসিব মাহমুদ (উলম, জার্মানি) ।

দয়া করে গাইডটি নির্ভুল এবং আরোও সমৃদ্ধ করতে এগিয়ে আসুন । এই পাতাটি সম্পাদনা করতে আপনার লাগবে register .

ভূমিকা

জন্টি সম্পর্কে

  • উবুন্টু ডিস্ট্রিবিউশন জন্টি জ্যাকালপ রিলিজ হয়েছে ২৩শে এপ্রিল ২০০৯ তারিখে ।
  • এটি জন্টি জ্যাকালোপ কোডনেইমে পরিচিত এবং এটি উবুন্টু ইন্ট্রেপিড আইবেক্সের (Intrepid+1) পরবর্তী ভার্সন ।
  • জন্টি জ্যাকালোপ দীর্ঘমেয়াদী সাপোর্ট রিলিজ (এলটিএস) নয় । অক্টোবর ২০১০ পর্যন্ত এই ভার্সনটির সিকিউরিটি আপডেট পাওয়া যাবে ।


Contents


কিভাবে আপনি উবুন্টুর কোন ভার্সনটি ব্যবহার করছেন সেটা বুঝবেন

এটা করতে আপনাকে একটি কমান্ড প্রম্প বা কনসোল ওপেন করে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে ।

lsb_release -a

কিভাবে আপনি লিনাক্সের কোন কার্নেল ভার্সন ব্যবহার করছেন সেটা বুঝবেন

এটা করতে আপনাকে একটি কমান্ড প্রম্পট বা কনসোল ওপেন করে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপতে হবে ।

uname -r

উবুন্টুর নতুন ভার্সনগুলো

  • উবুন্টু প্রতি ছয় মাস অন্তর নতুন ভার্সন বের করে । বছরের প্রথম ভার্সন এপ্রিলে ও বছরের শেষ ভার্সন বের হয় অক্টোবরে ।
  • কারমিক কোয়ালা (৯.১০), অক্টোবর ২০০৯ তারিখে বের হবে । এটি দীর্ঘমেয়াদি সাপোর্ট রিলিজ (এলটিএস) নয় ।
  • (১০.০৪ এলটিএস) এপ্রিল ২০১০ এ রিলিজ হবে বলে ঠিক করা হয়েছে । এটি একটি দীর্ঘমেয়াদী সাপোর্ট রিলিজ (এলটিএস) হতে যাচ্ছে ।


উবুন্টুর পুরনো ভার্সনগুলো

সাধারণ জ্ঞাতব্য

  • উবুন্টুগাইড একটি আনঅফিয়াল গাইড । এর সাথে ক্যানোনিকাল লিমিটেডের কোন সম্পর্ক নেই ।
  • উবুন্টু তার ব্যবহারকারিদের তাদের কাজ করতে মেন্যুভিত্তিক Graphical User Interface (GUI) বা টেক্সটভিত্তিক command-line interface (CLI) সুবিধা দিয়ে থাকে । উবুন্টুতে কমান্ড লাইন ইন্টারফেসকে টার্মিনাল বলা হয় । টার্মিনাল খুলতে আপনাকে যেতে হবে Applications -> Accessories -> Terminal.
  • অপারেটিং সিস্টেমের বিভিন্ন পরিবর্তনে আপনার এ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দরকার হতে পারে । এর জন্য আপনাকে কমান্ডের আগে 'sudo' ব্যবহার করতে হবে যা সাময়িকভাবে এ্যাডমিনিস্ট্রেটিভ অধিকার প্রদান করবে । উদাহরন -
sudo bash
  • 'sudo'-এর পরিবর্তে 'gksudo' ব্যবহার করবেন তখনি যখন আপনার কোন গ্রাফিকাল এ্যাপ্লিকেশন চালানোর প্রয়োজন পড়বে । উদাহরন -
gksudo gedit /etc/apt/sources.list
  • "man" কমান্ডটি কোন কমান্ডের বিপরীতি সংরক্ষিত ম্যানুয়াল খুঁজে বের করতে আপনাকে সহায়ত করবে । উদাহরন - "man sudo" কমান্ডটি আপনাকে "sudo" কমান্ডটির ম্যানুয়াল দেখাবে ।
man sudo
  • "apt-get" এবং "aptitude" এ্যাপ্লিকেশন ইনস্টল করার সহজ পদ্ধতি হলেও আপনি সাইনাপটিক প্যাকেজ ম্যানেজার নামক গ্রাফিকাল টুলটি ব্যবহার করতে পারবেন এ্যাপ্লিকেশন/সফটওয়্যার ইনস্টল করতে । এই গাইডে বর্নিত কোন সফটওয়্যার আপনি
sudo apt-get install package

কমান্ড দিয়ে ইনস্টল করতে পারবেন অথবা সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে সার্চ করে সেটা খুঁজে বের করে ইনস্টল করতে পারবেন ।

  • "এ্যাপ্লিকেশনস" বাটনটি হচ্ছে উপরের দিকের সর্ববামের আইকনটি । এইটি উইন্ডোজের স্টার্ট বাটনের সমার্থক ।
  • আপনি ৬৪বিট কোন সিস্টেম চালাতে থাকলে গাইডের সকল "i386"-কে "amd64" পড়ুন ।

উবুন্টু ইনস্টল

হার্ডওয়্যার চাহিদা

উবুন্টু জন্টি জ্যাকালোপ ৩৮৪ মেগাবাইট RAM দিয়ে চলবে । উবুন্টু ইনস্টলার ন্যুনতম ২৫৬ মেগাবাইট RAM দাবি করবে । নেটবুকে উবুন্টু জন্টি জ্যাকালোপ চালানো সম্ভব ।

ইনস্টলের জন্য ৩-৪ গিগাবাইট জায়গা হার্ডডিস্কে প্রয়োজন । সুবিধেমতো চালাতে গেলে ৮-১০ গিগাবাইট জায়গা হলেই যথেষ্ট ।

আপনার এই চাহিদার থেকে পুরনো কোন কম্পিউটার থাকে তাহলে আপনাকে এক্সউবুন্টু অথবা পাপি লিনাক্স অথবা ড্যাম স্মল লিনাক্স ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে ।

খেয়াল করুন : উবুন্টু জন্টি জ্যাকালোপে বিল্টইন ইন্টেল গ্রাফিক্স কার্ড ড্রাইভার নিয়ে সমস্যা হতে পারে । এই সমস্যা আপনার সিস্টেমের গতি ধীর করে দিতে পারে । এটির সমাধান খুব সহজ বিষয় নয় নতুনদের জন্য । এটি সমাধান না করতে পারলে ব্যবহারকারিদের পুরনো কোন উবুন্টু ভার্সন (৮.১০/৮.০৪) ব্যবহার করতে পরামর্শ দেয়া হচ্ছে ।

একদম নতুন করে ইনস্টল

  • সাম্প্রতিক আইএসও (ISO) ইমেজটি Ubuntu 9.04 এখান থেকে ডাউনলোড করুন ।
  • এখানে দেখুন কিভাবে সেটি সিডিতে কপি করতে হয় this guide
  • সিডিটি ইনস্টল করতে ব্যবহার করুন ।

উইন্ডোজ এবং উবুন্টুর ডুয়াল বুটিং

সাধারণত ব্যবহারকারিদের উবুন্টু ও উইন্ডোজের ডুয়াল বুটিঙে কোন সমস্যায় পড়তে হয় না । তবে এজন্য উইন্ডোজ প্রথমে ইনস্টল করে নিতে হবে । এর পর উবুন্টুর জন্য দু'টি আলাদা ড্রাইভ ফাকা করে নিতে হবে । একটির আকার ন্যুনতমপক্ষে ৩-৪ গিগাবাইট এবং অন্যটির আকার আপনার RAMএর আকার বুঝে ঠিক করতে হবে । যেমন ১গিগাবাইটের ওপরে RAM যাদের তারা ২৫৬ মেগাবাইট থেকে ১ গিগাবাইট রাখলেই যথেষ্ট । শেষোক্ত ড্রাইভটি আমরা সোয়াপ পার্টিশনের জন্য তৈরী করে থাকি ।

উবুন্টু ইন্ট্রেপিড থেকে জন্টি জ্যাকালোপে আপগ্রেড

আপনি সরাসরি নতুন ইনস্টল না করেও উবুন্টু ইন্ট্রেপিড থেকে জন্টিতে আপগ্রেড করতে পারেন । এখানে সফটওয়্যার কম্প্যাটিবিলিটির কিছু সমস্যা দেখা দিতে পারে ।

  • অথবা, আপনি System > Administration > এ গিয়ে Update manager চালিয়ে আপগ্রেড করতে পারেন ।

কমান্ড লাইনে এই কাজটি করতে আপনাকে নিচের কমান্ডগুলি ব্যবহার করতে হবে -

sudo apt-get install update-manager
sudo update-manager -d
  • উপরের দুইটি পদ্ধতির বিকল্প হিসেবে আপনি একটি কনসোল খুলে সেখানে টাইপ করতে পারেন -
sudo apt-get dist-upgrade

আপডেট করার স্কৃনশট পেতে পারেন এই সাইটে - UbuntuGeek upgrade guide ।

  • খেয়াল করুন : উবুন্টু জন্টি জ্যাকালোপে বিল্টইন ইন্টেল গ্রাফিক্স কার্ড ড্রাইভার নিয়ে সমস্যা হতে পারে । এই সমস্যা আপনার সিস্টেমের গতি ধীর করে দিতে পারে । এটির সমাধান খুব সহজ বিষয় নয় নতুনদের জন্য । এটি সমাধান না করতে পারলে ব্যবহারকারিদের পুরনো কোন উবুন্টু ভার্সন (৮.১০/৮.০৪) ব্যবহার করতে পরামর্শ দেয়া হচ্ছে ।


নতুন করে সবকিছু ইনস্টলের পর ব্যবহার্য সফটওয়্যার নতুন করে ইনস্টল

আপনি নতুন করে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করে নতুন করে আবার সব ব্যবহার্য এ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল খুব সহজেই করতে পারবেন । এক্ষেত্রে আপনাকে পুরনো সিস্টেম ফেলে দেবার আগে সাইনাপ্টিক প্যাকেজ ম্যানেজার থেকে সিলেক্ট করা সফটওয়্যারগুলোর তালিকা (Markings) সেইভ করতে হবে । এটা করতে আপনাকে যা করতে হবে -

  • সাইনাপ্টিক ওপেন করুন
  • File > Save Markings as ক্লিক করে মার্কিঙগুলো নিরাপদ কোন জায়গায় সেইভ করে রাখুন ।
  • নতুন সিস্টেম ইনস্টল করার পর File > Read Markings ক্লিক করুন । তারপর সেইভ করা মার্কিঙগুলো পাইয়ে দিন ।

এরপর Apply ক্লিক করলে আগের সব সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে ।

উবুন্টু রিসোর্সেস

  • Ubuntu Forums সাইটে আপনি একটি খুব বড় কমিউনিটি পাবেন সাহায্য বা অন্যান্য বিষয় আলাপের জন্য ।
  • UbuntuGeek's Tutorials, Howto's and Tips -- এটি একটি বিভিন্ন টিপস বিষয়ক সাইট ।

জিনোম প্রজেক্ট

  • Gnome ডিফল্ট ডেস্কটপ হিসেবে উবুন্টুতে ব্যবহৃত হয় ।

উবুন্টু স্কৃনশট এবং স্কৃনকাস্ট

পুরনো কিছু স্কৃনশট এখানে পাবেন (৮.১০):

  • Phorolinux Screenshots Gallery

জন্টি জ্যাকালোপের নতুন কিছু স্কৃনশট পাবেন এখানে :

Personal tools
Share This!
  • Add to BlogMarks BlogMarks
  • Add to del.icio.us del.icio.us
  • Add to digg digg
  • Add to Fark Fark
  • Add to Furl Furl
  • Add to Newsvine Newsvine
  • Add to reddit reddit
  • Add to Segnalo Segnalo
  • Add to Simpy Simpy
  • Add to Slashdot Slashdot
  • Add to smarking smarking
  • Add to Spurl Spurl
  • Add to Wists Wists